‘আপু’ সম্বোধনে ক্ষুব্ধ চিকিৎসক, রোগীকে বের করে দেওয়ার অভিযোগ শেরপুরে
- আপডেট সময় : ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 116
শেরপুর জেলা সদর হাসপাতালে রোগী ও তার স্বজনদের সঙ্গে চিকিৎসকদের আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ঘটে এমন এক ঘটনা, যা ইতিমধ্যেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, জেলা শহরের নয়ানী বাজার মহল্লার বাসিন্দা কাজী মাসুম দুপুরে তার ছোট মেয়ের প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন দেন। পরবর্তীতে একটি ওষুধ না পেয়ে তিনি আধা ঘণ্টা পর আবার জরুরি বিভাগে আসেন। তখন তিনি ডা. মারজিয়া খাতুনকে প্রেসক্রিপশন দেখিয়ে ‘আপু’ সম্বোধন করে সমস্যাটি জানান।
কিন্তু রোগীর অভিভাবকের ‘আপু’ সম্বোধন শুনে ক্ষুব্ধ হয়ে ডা. মারজিয়া বলেন, “আমাকে আপু ডাকছেন কেন? আমি মেডিকেল অফিসার। যান, বের হয়ে যান আমার রুম থেকে।” এরপর তিনি ধমক দিতে দিতে রোগী ও তার অভিভাবককে কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার বিষয়ে হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি জানান, “বিষয়টি শুনেছি। হয়তো ভুলক্রমে তিনি এমন আচরণ করেছেন। তবে অফিসিয়ালি অভিযোগ করলে তদন্ত হবে।”
এদিকে জরুরি বিভাগে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরা অভিযোগ করেন, শুধু ডা. মারজিয়াই নন, হাসপাতালে কর্তব্যরত বেশিরভাগ চিকিৎসকই রোগী ও অভিভাবকদের সঙ্গে এমন অমার্জিত আচরণ করেন।
শেরপুরের সিভিল সার্জন ডা. মো. শাহিন বলেন, “এমন আচরণ একজন চিকিৎসকের জন্য শোভনীয় নয়। আমাদের আরও সহনশীল ও নমনীয় হওয়া উচিত। আমি তত্ত্বাবধায়ককে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছি এবং ডা. মারজিয়াকে সতর্ক করব।”
এ ঘটনা হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, চিকিৎসকদের আচরণে পরিবর্তন না এলে হাসপাতালের প্রতি আস্থা কমে যাবে।













