বাংলাদেশ ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

বুয়েটের শহীদ মেধাবী শিক্ষার্থী আবরারের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী: ছাত্রদলের একদিনের কর্মসূচি ঘোষণা

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 90

ছবি: আবরার ফাহাদ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Insaf World Banner 1

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনে প্রাণ হারানো দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী একদিনের কর্মসূচি পালন করবে।”

Insaf World Banner 2

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘মতপ্রকাশ থেকে মৃত্যুঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা। একই দিনে আবরারের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কর্মসূচিতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন যথাযথ মর্যাদায় কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে শহীদ হন। পরদিন শেরেবাংলা হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিশজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আবরারের শাহাদাত দিবসটি দেশে মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষাঙ্গনে সহিংসতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। ছাত্রদল বলেছে, “আবরারের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা—তার আদর্শেই আমরা স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাব।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

বুয়েটের শহীদ মেধাবী শিক্ষার্থী আবরারের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী: ছাত্রদলের একদিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Insaf World Banner 1

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনে প্রাণ হারানো দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী একদিনের কর্মসূচি পালন করবে।”

Insaf World Banner 2

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘মতপ্রকাশ থেকে মৃত্যুঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা। একই দিনে আবরারের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কর্মসূচিতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন যথাযথ মর্যাদায় কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে শহীদ হন। পরদিন শেরেবাংলা হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিশজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আবরারের শাহাদাত দিবসটি দেশে মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষাঙ্গনে সহিংসতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। ছাত্রদল বলেছে, “আবরারের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা—তার আদর্শেই আমরা স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাব।”

সংবাদটি শেয়ার করুন :