এফডিইবির বার্ষিক কাউন্সিল অধিবেশনে জামায়াত আমিরের প্রতিশ্রুতি—শিক্ষা, মর্যাদা ও দুর্নীতি দমন হবে প্রধান অঙ্গীকার
জামায়াত ক্ষমতায় এলে জনগণকে রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 137
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে জনগণকে দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না। শনিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো।”
তিনি আরও বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে। এর ফলে শিক্ষার্থীরা পাঠ শেষ করেই কর্মসংস্থানের সুযোগ পাবে। কেউ বেকার থাকবে না—কেউ উদ্যোক্তা, আবার কেউ চাকরিজীবী হবে।

জামায়াত আমির তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রথমত, ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। তিনি বলেন, “শিক্ষা যদি মানুষকে দুর্নীতিবাজ বা অনৈতিক করে তোলে তবে তা কোনো শিক্ষা নয়। আমরা এমন শিক্ষা দেব যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলবে।”
দ্বিতীয় অঙ্গীকার হিসেবে তিনি জানান, কল্যাণ রাষ্ট্রে মর্যাদা নির্ধারণ হবে কাজের ভিত্তিতে, কেবল ডিগ্রির ওপর নয়।
তৃতীয় অঙ্গীকার হিসেবে তিনি জোর দিয়ে বলেন, দেশে দুর্নীতির জোয়ার বন্ধ করা হবে। “সার্ভিসের ডেপ্থ ও ওয়েট যত বেশি হবে, সেই অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে,” যোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমানের বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান এবং দুর্নীতি দমনের সুস্পষ্ট রূপরেখা।












