বাংলাদেশ ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

জুলাইয়ে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১২:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 202

ছবি: বাংলাদেশ নির্বাচন ভবন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

সংক্ষিপ্ত বিবরণ:

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ের মধ্যেই এ নির্বাচনের অ্যাকশনপ্ল্যান প্রকাশ করবে তারা। নতুন ভোটার অন্তর্ভুক্তি, আইন সংশোধন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Insaf World Banner 1

বিস্তারিত প্রতিবেদন:

আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই নির্বাচনের বিস্তারিত অ্যাকশনপ্ল্যান ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Insaf World Banner 2

তিনি জানান, তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। তবে বর্তমান আইন অনুযায়ী এটা সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে সংশোধনের উদ্যোগ নেবে। উল্লেখযোগ্যভাবে, এই ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হচ্ছে।

এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ও পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হবে জুলাই অথবা আগস্ট মাসে। শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচন সংশ্লিষ্ট সবাই—যেমন আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশ্বস্ত করেছেন যে তারা নিরাপত্তা আরও জোরদার করবে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।”

জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের এ পরিকল্পনা ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সময়মতো তফসিল ঘোষণা, স্বচ্ছ ভোটার তালিকা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় ইসি।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জুলাইয়ে জাতীয় নির্বাচনের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন

আপডেট সময় : ১২:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

সংক্ষিপ্ত বিবরণ:

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ের মধ্যেই এ নির্বাচনের অ্যাকশনপ্ল্যান প্রকাশ করবে তারা। নতুন ভোটার অন্তর্ভুক্তি, আইন সংশোধন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Insaf World Banner 1

বিস্তারিত প্রতিবেদন:

আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যেই নির্বাচনের বিস্তারিত অ্যাকশনপ্ল্যান ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Insaf World Banner 2

তিনি জানান, তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। তবে বর্তমান আইন অনুযায়ী এটা সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে সংশোধনের উদ্যোগ নেবে। উল্লেখযোগ্যভাবে, এই ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হচ্ছে।

এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ও পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হবে জুলাই অথবা আগস্ট মাসে। শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচন সংশ্লিষ্ট সবাই—যেমন আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশ্বস্ত করেছেন যে তারা নিরাপত্তা আরও জোরদার করবে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।”

জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের এ পরিকল্পনা ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সময়মতো তফসিল ঘোষণা, স্বচ্ছ ভোটার তালিকা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় ইসি।

সংবাদটি শেয়ার করুন :