টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
- আপডেট সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 192
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার সঠিক বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করেছে দলটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতে হবে। গত ১৫ বছরে যারা বিকৃত ইতিহাসের সাথে পরিচিত হয়েছে, তাদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
মির্জা ফখরুল আরও বলেন, “শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে; তবে সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন জরুরি।”

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের স্মরণে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত এই গণ-অভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের তিন দিনব্যাপী সামরিক অভ্যুত্থানের অবসান ঘটায়। এরই ফলে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরে রাষ্ট্র ক্ষমতায় আসেন।












