শামা ওবায়েদ ইসলাম রিংকুর
স্থগিতাদেশ প্রত্যাহার করায় নগরকান্দায় আনন্দ মিছিল
- আপডেট সময় : ০১:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 245
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরকান্দায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা সালথা উপজেলা। ১১ নভেম্বর সোমবার সকালে নগরকান্দা পাম্পের মোড় থেকে মিছিল শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন বকুল,
সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা (তারা মিয়া), পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈমুর রহমান মাসুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক মাহমুদুল হাসান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরান মোল্লা, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, আবু কায়েস মুন্সি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

জানা যায় ১০ নভেম্বর রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভার স্বাক্ষরিত চিঠিতে স্থগিতাদেশ আদেশ প্রত্যাহার করা হয়।













