২০২৬ হজের জন্য নতুন তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা
হজ প্যাকেজ ২০২৬: খরচ কমলো, সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা
- আপডেট সময় : ১১:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 223
২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ এবং হজ প্যাকেজ-৩—এই তিনটি নতুন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে কিছু ক্ষেত্রে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। তবে সৌদি সরকার স্বাস্থ্যবিমার পরিমাণ বাড়িয়েছে ১৩০ সৌদি রিয়াল (প্রায় ৪ হাজার ২৭০ টাকা) এবং মিনা ও আরাফায় তাঁবু ভাড়া বেড়েছে ৪.২ শতাংশ। এছাড়া দমে শোকর বাবদ ৭২০ সৌদি রিয়াল (২৩ হাজার ৬৫২ টাকা) প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি হজ প্যাকেজ-১ (বিশেষ)
এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসনের সুযোগ থাকবে। এক রুমে সর্বোচ্চ পাঁচজন থাকবেন এবং মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে। খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

সরকারি হজ প্যাকেজ-২
এই প্যাকেজের হজযাত্রীরা হারাম শরীফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরে মক্কায় থাকবেন এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসনের সুযোগ পাবেন। এক রুমে সর্বোচ্চ ছয়জনের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
সরকারি হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)
সাশ্রয়ী এ প্যাকেজের যাত্রীরা মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ার বাইরে অবস্থান করবেন। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকবে এসি বাসে। এ প্যাকেজের খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ
বেসরকারি ব্যবস্থাপনার জন্য হজ এজেন্সিগুলোর ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এর নিচে কোনো এজেন্সি প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
নিবন্ধন ও হজের তারিখ
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হবে ৩ লাখ ৫০ হাজার টাকা, আর সম্পূর্ণ অর্থ জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
আগামী ৯ নভেম্বর হজ চুক্তি, ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি, ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু এবং ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
















