জাতীয় নির্বাচন ঘিরে তথ্য কর্মকর্তাদের সচেতন ভূমিকার আহ্বান মাহবুবা ফারজানার
গুজব ও অপতথ্য রুখতে আপসহীন থাকতে হবে: তথ্য সচিব
- আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 108
জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তথ্য সচিবের আহ্বান

মাহবুবা ফারজানা বলেন, দেশের তথ্য প্রবাহকে সঠিক ও বস্তুনিষ্ঠ রাখতে তথ্য কর্মকর্তাদের দায়িত্ব আগের তুলনায় বহুগুণ বেড়েছে। মিথ্যা তথ্য, ভুয়া খবর ও ডিপফেকের মতো প্রযুক্তি অপব্যবহার রোধে তাদেরকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।”
প্রশিক্ষণ নিয়ে আশাবাদ
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণকে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সচিব। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনায় নতুন দক্ষতা অর্জন করবেন।
নিমকোর বক্তব্য
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেন, “নিমকো শুধুমাত্র প্রশিক্ষণ দেয় না, এটি আপনাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত নৈতিকতা জাগ্রত করে।”
তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি শৃঙ্খলা, সততা ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর—চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদফতর (পিআইডি)—থেকে মোট ২২ জন কর্মকর্তা এই পেশাগত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ, পারভীন সুলতানা রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















