বাংলাদেশ ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

আজ প্রকাশ পাবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 62

ছবি: নির্বাচন ভবন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

নির্বাচন কমিশন (ইসি) আজ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Insaf World Banner 1

রোববার নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায় থেকে পাওয়া অতিরিক্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।

Insaf World Banner 2

বিএনপির চিঠি নিয়ে প্রতিক্রিয়া

বিএনপির পাঠানো চিঠির বিষয়ে সচিব বলেন, তারা নির্বাচনি প্রতীক ব্যবহারের বিষয়ে আরপিও সংশোধন নিয়ে একটি প্রস্তাব দিয়েছে। কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কমনওয়েলথ প্রতিনিধিদলের সন্তুষ্টি

ইসির কর্মপরিকল্পনার অগ্রগতিতে কমনওয়েলথ প্রতিনিধিদল সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সচিব আখতার আহমেদ। তারা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা, ভোটার তালিকা, এবং পর্যবেক্ষক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চায়।

তিনি আরও জানান, ওভারসিজ ভোটার এবং ডায়াসপোরা কমিউনিটির জন্য ইসি যে ডিজিটাল ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ১৮ জনের একটি টিম প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। বাইরের নিরাপত্তা দেখবে প্রশাসনিক পুলিশ।

এছাড়া প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অপব্যবহার, ভুয়া তথ্য (Disinformation) এবং ইনফরমেশন সিকিউরিটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

অগ্রগতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে

পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে উল্লেখ করে সচিব বলেন, “সব কিছু শতভাগ বাস্তবায়ন করা সম্ভব না, তবে অধিকাংশ কার্যক্রম নির্ধারিত সময়েই শেষ হয়েছে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ঘটনার বিষয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে ইসি মামলায় সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

আজ প্রকাশ পাবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

আপডেট সময় : ০৭:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

নির্বাচন কমিশন (ইসি) আজ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Insaf World Banner 1

রোববার নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায় থেকে পাওয়া অতিরিক্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।

Insaf World Banner 2

বিএনপির চিঠি নিয়ে প্রতিক্রিয়া

বিএনপির পাঠানো চিঠির বিষয়ে সচিব বলেন, তারা নির্বাচনি প্রতীক ব্যবহারের বিষয়ে আরপিও সংশোধন নিয়ে একটি প্রস্তাব দিয়েছে। কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কমনওয়েলথ প্রতিনিধিদলের সন্তুষ্টি

ইসির কর্মপরিকল্পনার অগ্রগতিতে কমনওয়েলথ প্রতিনিধিদল সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সচিব আখতার আহমেদ। তারা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা, ভোটার তালিকা, এবং পর্যবেক্ষক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চায়।

তিনি আরও জানান, ওভারসিজ ভোটার এবং ডায়াসপোরা কমিউনিটির জন্য ইসি যে ডিজিটাল ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ১৮ জনের একটি টিম প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। বাইরের নিরাপত্তা দেখবে প্রশাসনিক পুলিশ।

এছাড়া প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অপব্যবহার, ভুয়া তথ্য (Disinformation) এবং ইনফরমেশন সিকিউরিটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

অগ্রগতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে

পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে উল্লেখ করে সচিব বলেন, “সব কিছু শতভাগ বাস্তবায়ন করা সম্ভব না, তবে অধিকাংশ কার্যক্রম নির্ধারিত সময়েই শেষ হয়েছে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ঘটনার বিষয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে ইসি মামলায় সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন :