বাংলাদেশ ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

ঘোড়াঘাটে হিজড়া ভোটার ‘শূন্য’: তালিকায় নেই এক জনও!

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 44

ছবি:

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একজন হিজড়াও ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়নি। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকলেও তালিকায় হিজড়া ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ‘শূন্য’।

Insaf World Banner 1

সরেজমিনে জানা যায়, উপজেলার সিংড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিরাহীপুর আবাসন প্রকল্পের ছয়টি ঘরে কমপক্ষে সাত থেকে আটজন হিজড়া বসবাস করছেন। তাঁদের মধ্যে সাতজনেরই পুরুষ ভোটার তালিকায় নাম রয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন। তবে তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে, এ বিষয়টি অনেকেই জানেন না।

এ বিষয়ে হিজড়াদের গুরু মা আমজাদ হিজড়া ওরফে আলো হিজড়া জানান, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ২৫ থেকে ২৬ জন হিজড়া রয়েছে। এর মধ্যে তাঁর অধীনে রয়েছেন সাত-আটজন। তিনি বলেন, “আমরা সকলে ভোটার। কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গের তালিকা আছে, এটা আমরা জানতাম না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে খবর না পৌঁছাবে, ততক্ষণ আমরা কীভাবে জানবো, কীভাবে পরিবর্তন করবো? আমরা চাই হিজড়া তালিকায় আমাদের অন্তর্ভুক্ত করা হোক এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হোক।”

Insaf World Banner 2

সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের হিজড়া পল্লীতে ছয়জন হিজড়া বসবাস করেন। তাঁরা নিয়মিত ভোটার এবং ভোট দিয়ে আসছেন। তবে হালনাগাদের সময় তাঁদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি কেন, এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আউয়াল বলেন, “হিজড়ারা যদি তৃতীয় লিঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন বা সহযোগিতা চান, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নিয়ম অনুযায়ী প্রত্যয়ন প্রদানে সহায়তা করা হবে।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, “ঘোড়াঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গ হিসেবে কোনো ভোটার তালিকাভুক্ত নেই। কেউ যদি হিজড়া হিসেবে তালিকাভুক্ত হতে চান, তবে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ঘোড়াঘাটে হিজড়া ভোটার ‘শূন্য’: তালিকায় নেই এক জনও!

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একজন হিজড়াও ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়নি। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকলেও তালিকায় হিজড়া ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ‘শূন্য’।

Insaf World Banner 1

সরেজমিনে জানা যায়, উপজেলার সিংড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিরাহীপুর আবাসন প্রকল্পের ছয়টি ঘরে কমপক্ষে সাত থেকে আটজন হিজড়া বসবাস করছেন। তাঁদের মধ্যে সাতজনেরই পুরুষ ভোটার তালিকায় নাম রয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন। তবে তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে, এ বিষয়টি অনেকেই জানেন না।

এ বিষয়ে হিজড়াদের গুরু মা আমজাদ হিজড়া ওরফে আলো হিজড়া জানান, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ২৫ থেকে ২৬ জন হিজড়া রয়েছে। এর মধ্যে তাঁর অধীনে রয়েছেন সাত-আটজন। তিনি বলেন, “আমরা সকলে ভোটার। কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গের তালিকা আছে, এটা আমরা জানতাম না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে খবর না পৌঁছাবে, ততক্ষণ আমরা কীভাবে জানবো, কীভাবে পরিবর্তন করবো? আমরা চাই হিজড়া তালিকায় আমাদের অন্তর্ভুক্ত করা হোক এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হোক।”

Insaf World Banner 2

সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের হিজড়া পল্লীতে ছয়জন হিজড়া বসবাস করেন। তাঁরা নিয়মিত ভোটার এবং ভোট দিয়ে আসছেন। তবে হালনাগাদের সময় তাঁদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি কেন, এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আউয়াল বলেন, “হিজড়ারা যদি তৃতীয় লিঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন বা সহযোগিতা চান, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নিয়ম অনুযায়ী প্রত্যয়ন প্রদানে সহায়তা করা হবে।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, “ঘোড়াঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গ হিসেবে কোনো ভোটার তালিকাভুক্ত নেই। কেউ যদি হিজড়া হিসেবে তালিকাভুক্ত হতে চান, তবে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :