পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ
ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি :
- আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 78
৪ঠা নভেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বতীপুর, দিনাজপুরের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার, উপসহকারী কর্মকর্তা সাজেদুর রহমান প্রমুখ।
তথ্য সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে পার্বতীপুর উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার আওতায় ১,৮১০ জন কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখী, গম, পেঁয়াজ ফসলের বীজসহ প্রতি কৃষকের মাঝে ১০ থেকে ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

কৃষকবৃন্দ প্রদর্শনী প্লটের উপকরণ পেয়ে খুশি এবং বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।


















