অন্ধকারে মিরপুরে মিরাজের দ্যুতি
- আপডেট সময় : ১২:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / 323
গত দুদিন ধরে ঘূর্ণিঝড় দানা’র প্রভাব পড়তে শুরু করেছে মিরপুরে। প্রথম দিনের খেলা কোনোমতে হলেও, দ্বিতীয় দিন থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব এসে পড়ে মাঠে। দিনের শুরুটা বেশ ভালো হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের আকাশে জমে যায় কালো মেঘ। মধ্যাহ্নভোজের বিরতির পর থেকে খেলার গতি খুব বেশি না বাড়লেও, বৃষ্টি এবং আলো স্বল্পতায় খেলা বারবার বন্ধ হয়। প্রায় ৮০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলেও, মাত্র পাঁচ ওভার খেলার পর আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশের লিড বেড়ে ৮১ রানে পৌঁছায়।
বৃষ্টির কারণে খেলা
৫৭.৫ ওভারে সীমাবদ্ধ থাকে এবং বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮২ রান। বৃষ্টির আগে ৮০ ওভার পার হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য নতুন বল নেওয়ার সুযোগ ছিল। তবে কম আলোয় পেসারদের দিয়ে বল করানোর অনুমতি দেননি আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম নিজে বল করতে বাধ্য হন। খেলার শেষ মুহূর্তে মিরাজ এবং নাঈম হাসানের ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৮৩ রান।
তবে অন্ধকারে থাকা
বাংলাদেশের দলের মধ্যে আলো হয়ে দেখা দেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে নামা এই অলরাউন্ডার অপরাজিত থাকেন ৮৭ রানে। তার সঙ্গে ক্রিজে রয়েছেন নাঈম হাসান, যিনি ১৬ রান নিয়ে মিরাজের সঙ্গে লড়ছেন। মিরাজের ইনিংসের সঙ্গে অভিষিক্ত জাকের আলীর ৫৮ রানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের ১৩৮ রানের রেকর্ড জুটি বাংলাদেশকে লিডে নিয়ে আসে। এর আগে ২০০৩ সালে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।

দিনের শুরুটা
বাংলাদেশের জন্য মোটেও ভালো ছিল না। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে দ্রুত তুলে নেন কাগিসো রাবাদা। লিটন দাস কেশব মহারাজের শিকারে পরিণত হয়ে থিতু হওয়ার আগেই ফেরেন। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের হারের শঙ্কা দেখা দেয়। তবে মিরাজ ও জাকের আলী জুটি দলকে আবারো ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
জাকেরের ৫৮ রান করে আউট হওয়ার পর বাংলাদেশ ফের ধাক্কা খায়। ৮০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা নতুন বল নিতে পারত, কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়নি। আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা পেসারদের বল করার অনুমতি না দেওয়ায়, বাংলাদেশ নতুন বলের সুবিধা থেকে বেঁচে যায়। এর ফলে মিরাজ ও নাঈম আরও কিছুটা রান যোগ করতে সক্ষম হন।
সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০.১ ওভারে ১০৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭ (মিরাজ ৮৭*, জাকের ৫৮, মাহমুদুল ৪০, মুশফিক ৩৩, নাজমুল ২৩, নাঈম ১৬*; রাবাদা ৪/৩৫, মহারাজ ৩/১০৫)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮
তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৮১ রানে এগিয়ে।


















