গুলশানে বিএনপি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিবৃতি মহাসচিবের
সাংবাদিকের ওপর হামলায় দুঃখ প্রকাশ করলেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 66
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমার দেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, ‘আজ ১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুর্ভাগ্যজনকভাবে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলাম আহত হন এবং উপস্থিত আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।’
তিনি বলেন, গণমাধ্যমের কর্মীরাই রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম সম্পর্কে দেশের জনগণকে অবহিত করেন। এ কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মির্জা ফখরুল দাবি করেন, আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ছিল আকস্মিক এবং এটি সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।

বিএনপি মহাসচিব ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ সেখানে উপস্থিত সকল সাংবাদিকের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।















