দুর্গাপূজার প্রস্তুতির মাঝেই আগুনে পুড়ে নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ
কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 77
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় বড় বোন ঐর্দিকা চন্দ্র নাথ (৮)। এর তিন দিন আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যায় ছোট ভাই তূর্য চন্দ্র নাথ (৪)।
দুর্ঘটনার সূত্রপাত

১ অক্টোবর রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ হাসপাতাল রোডের রাহাত মঞ্জিল এলাকায় ঘটে এ ভয়াবহ বিস্ফোরণ। গ্যাস লাইনের লিকেজ থেকেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের হৃদয়বিদারক বর্ণনা
নিহত শিশুদের বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, দুর্গাপূজার প্রস্তুতি চলাকালীন হঠাৎই গ্যাস পাইপ বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি, তার স্ত্রী সবিতা রানী নাথ এবং দুই সন্তান গুরুতর দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু দু’জনকে ঢাকায় পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।
পুলিশের মন্তব্য
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
শোকের ছায়ায় এলাকা
ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ। প্রতিবেশীরা জানায়, ঐর্দিকা ও তূর্য ছিল অত্যন্ত মিষ্টি ও প্রিয় দুটি শিশু। তাদের অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।













