কোম্পানীগঞ্জে নবীন শিক্ষকদের সংবর্ধনা
- আপডেট সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 63
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ও সদ্য যোগদানকৃত ৩২ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ও আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার।

এসময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি, কোম্পানীগঞ্জ শাখার সহ-সভাপতি মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তা, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, মধ্যপূর্ব চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু কুমার দাস, সিরাজপুর পিএল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্যাহ, আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার, এবং বামনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।













