ক্ষমতা হারানো আল্লাহর গজবের ফল: কাদের সিদ্দিকী
- আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 21
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনে করেন, শেখ হাসিনা তার শাসনামলে এমন ভুল ও অন্যায় করেছেন, যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে এনেছে। আর সেই কারণেই তিনি ক্ষমতা হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে তিনি এ বক্তব্য তুলে ধরেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণভোটের বিষয়টি তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, চারটি প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদা মত দেবে, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও বিভ্রান্তি রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, গণভোটে অংশগ্রহণ কম হলে সমগ্র জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি জানান, সরকার পরিবর্তনের পর গত ১৫ মাস তিনি তাদের কোনো ডাকে সাড়া দেননি। নির্বাচন পর্যন্তও যাওয়ার প্রশ্ন নেই বলে জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ভোট প্রক্রিয়ার বাইরে রেখে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। তাই ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।













