দেশে সব অনাচারের সূচনা আওয়ামী লীগ আমলে: আইন উপদেষ্টা আসিফ নজরুল
- আপডেট সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 68
দেশের প্রশাসনকে দলনিরপেক্ষ রাখার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের প্রশাসনে “আমার লোক–তোমার লোক” সংস্কৃতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই সংস্কৃতির শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের ১৯৭৩ সালের আমলেই।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, ভুয়া নির্বাচন, প্রশাসনের দলীয়করণ—সব কিছুর সূচনা আওয়ামী লীগের হাত ধরেই। পরবর্তীতে অন্যরা কেবল তা অব্যাহত রেখেছে।”

তিনি প্রশাসনের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে বলেন, “রাজনৈতিক দলগুলো প্রশাসনের শীর্ষপদে নিজেদের লোক খোঁজে। এই মানসিকতা থেকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলকেই বেরিয়ে আসতে হবে।”
আলোচনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পুলিশের আইজিপি বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী নূর খান, বিএনপি নেতা মাহদী আমিন, জামায়াতে ইসলামী নেতা সাইফুল আলম খান মিলন, এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ অনেকে।
ড. নজরুল বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে এক নির্মম, দানবীয় বাহিনীতে পরিণত করেছিলেন। কেউ কেউ রাজনৈতিক প্রভাব বা টাকার লোভে নিজ ইচ্ছায়ও অত্যাচার চালিয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদও তাদের একজন।”
তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নির্ধারণ করা হয়েছে, আটককৃত ব্যক্তির বিষয়ে ১২ ঘণ্টার মধ্যে তার স্বজনদের জানাতে হবে। একইভাবে গুমের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য না জানালে সেটি গুম হিসেবে গণ্য হবে।













