নলডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর জখম, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 102
নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরপাড়া মির্জাপুরদীঘা এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতা নুর হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহারে জানা যায়, গত শনিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন তার ছেলে কৌশিক, ভাতিজা সৈকত, নাতি শিপনসহ কয়েকজন মিলে স্থানীয় শফিকুল ইসলাম মন্টুর ছেলে রাকিব হোসেনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে চোখ বেঁধে তাকে হাতুরি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।
রাকিবের চিৎকার শুনে তার বাবা মন্টু ঘটনাস্থলে গেলে তাকেও দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটে। অন্যদিকে অভিযুক্ত নুর হোসেন দাবি করেছেন, রাকিব ও তার বাবা তার বাড়িতে হামলা চালিয়ে তার মেয়েকে অপহরণের চেষ্টা করেন, পরে তিনি পুলিশকে খবর দেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।












