পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 115
দিনাজপুরের পার্বতীপুরে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ফয়েজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে অধ্যয়ন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী আবিদা রহমান তাহিয়া ও ফারিয়া তবাচ্ছুম তৃষা। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে দেয়।


















