জামায়াত নেতার মন্তব্যের প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
- আপডেট সময় : ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 16
রাজনৈতিক দলের আন্ডারে প্রশাসনকে পরিচালনার উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া এমন বক্তব্যকে ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও হেয়প্রতিপন্নকারী’ বলে অভিহিত করেছে সংস্থাটি। তারা স্পষ্ট জানিয়েছে, পুলিশ আইন, বিধি এবং জনকল্যাণকে প্রাধান্য দিয়ে পেশাদারভাবে কাজ করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। গত শনিবার চট্টগ্রামের এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে… পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে।’
সোমবার (২৪ নভেম্বর) রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক প্রতিবাদলিপিতে জানায়, এই ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উসকানি দেয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বক্তব্যটি পুলিশের জন্য ‘হেয়প্রতিপন্নকারী’ এবং সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়।

পেশাদারিত্বের ওপর জোর পুলিশের
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে যে, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ আগের চেয়ে আরও বেশি নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে। তারা স্বীকার করে যে, গত সতেরো বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যের মাধ্যমে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, যা জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি করেছিল।
সংস্থাটি দৃঢ়তার সঙ্গে বলেছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কোনো দল বা মতের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। অ্যাসোসিয়েশন স্পষ্ট করে দিয়েছে যে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের দিন শেষ। এখন পুলিশ কেবল আইন, বিধি ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে এবং জনগণের কাছে জবাবদিহিতে বিশ্বাসী।













