ভাঙ্গায় স্ত্রী থাকা অবস্থায় রিপনের দ্বিতীয় বিয়ে, থানায় অভিযোগের প্রস্তুতি
- আপডেট সময় : ০৩:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 201
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে আলোচনায় এসেছেন মৃত আয়নাল মোল্লার ছেলে রিপন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীকে রেখে রিপন গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং সম্প্রতি নববিবাহিত স্ত্রীকে নিজ বাড়িতে তোলেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়েছে। প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রিপন ও তার প্রথম স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সুযোগে তিনি গোপনে দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন। নতুন স্ত্রীকে বাড়িতে আনার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রথম স্ত্রীর পরিবারের এক সদস্য জানান, “রিপন আমার বোনের সঙ্গে খারাপ আচরণ করত, এখন আবার দ্বিতীয় বিয়ে করে ঘরে তুলেছে। আমরা এর ন্যায্য বিচার চাই।”
অভিযুক্ত রিপন মোল্লার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে; ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, সমাজে অনৈতিক ও বেআইনি এ ধরনের কাজ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।













