ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সভায় আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
শাপলা প্রতীকের ভাগ্য নির্ধারণে ইসির সভা
- আপডেট সময় : ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 63
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবিকৃত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সবাই। বৃহস্পতিবার রাতে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “আগামী সভায় শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।”
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন এনসিপির তিন নেতা। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক তফসিলভুক্ত নয়, তাই বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে ইসির সভায় বিকল্প প্রতীক নিয়ে সিদ্ধান্ত হতে পারে।”
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতেও দাবি জানায় দলটি। এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, “প্রবাসীরা ভোট দিতে আগ্রহী। কিন্তু নির্বাচনী অ্যাপ চালু করতে বিলম্ব হচ্ছে।” ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যেই অ্যাপটি চালু করা হবে।

নবীন ভোটারদের অন্তর্ভুক্তি নিয়েও মত দিয়েছে এনপিপির খালেদ সাইফুল্লাহ। তার মতে, “৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবে, কেবল তারাই নয়, নির্বাচনের দিন যারা প্রাপ্তবয়স্ক হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।”
এছাড়া এনসিপি, জাতীয় লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন নিয়েও আপত্তি তুলেছে। তাদের দাবি, “দলটির কোনো কেন্দ্রীয় অফিস, কার্যক্রম বা গঠনতন্ত্র নেই।” বিষয়টি ইসি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানান সচিব আখতার আহমেদ।
তিনি আরও বলেন, “নবীন দলগুলোর নিবন্ধন ও প্রতীক যাচাইয়ের কাজ চলছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশে আরও কিছুটা সময় লাগবে।”













