ঢাকায় হামলার প্রতিবাদে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ১২:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 91
ঢাকায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
বক্তারা বলেন, “জাতীয়করণের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা অমানবিক ও ন্যক্কারজনক।” তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষক নেতারা আরও জানান, জাতীয়করণের পাশাপাশি শিক্ষকদের চিকিৎসা ভাতা ও আবাসন ভাতা চালুর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।
মানববন্ধনে কালাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।












