দিনাজপুরের পার্বতীপুরে জিয়া পরিষদ কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 121
পার্বতীপুর, দিনাজপুর: গত ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে দিনাজপুরের পার্বতীপুরের নতুন বাজার, পুরাতন পৌরসভা এলাকায় জিয়া পরিষদ এর কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (পার্বতীপুর-ফুলবাড়ী, দিনাজপুর-৫), জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব এজেডএম রেজওয়ানুল হক।
উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন—

- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন।
- সাবেক সফল পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক।
- জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
- সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
- উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
- সাবেক সফল প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুরুল আজিজ পলাশ
- শিক্ষক ও সাংবাদিক কৃষিবিদ মো: ওবায়দুল ইসলাম বাবু।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মহিলা দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জিয়া পরিষদের নেতৃবৃন্দ ও সদস্য সহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বল্প সময়ের আলোচনা সভায় প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক কার্যালয়ের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংগঠন পরিচালনায় সহায়ক দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনাটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান।


















