ঢাবিতে ছাত্রলীগ নিষিদ্ধের খবরে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
- আপডেট সময় : ১০:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / 224
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদটি প্রকাশের পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। তারা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে শুরু করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমবেত হন।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো,” “মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো,” “হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই,” এবং “ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো”।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে সরকারকে ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে তার আগেই বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর থেকে ছাত্রলীগ বিশেষ করে গত ১৫ বছর ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন। এসব অপরাধের প্রমাণ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আদালতেও সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।
১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করে, যার ফলে অনেক নিরপরাধ মানুষ নিহত ও আহত হয়। এছাড়া, সরকারের কাছে আরও প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল।

















