বাংলাদেশ ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

১২ ফেব্রুয়ারি ভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি

ইনসাফ বিশ্ব ডেক্স
  • আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 8

ছবি: এ এম এম নাসির উদ্দিন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। তাঁর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়।

Insaf World Banner 1

সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

Insaf World Banner 2

এর আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট প্রস্তুত করাসহ সব অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন তিনটিতে কমানোর গেজেটকে ‘অবৈধ’ ঘোষণা করেছে আপিল বিভাগ। রায়ের পর কমিশন আগের মতো চার আসনই বহাল রেখে নতুন করে ৩০০ আসনের গেজেট জারি করেছে। একইভাবে গাজীপুরেও আগের পাঁচটি আসন বহাল থাকবে।

ইসি তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

১২ ফেব্রুয়ারি ভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি

আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। তাঁর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়।

Insaf World Banner 1

সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

Insaf World Banner 2

এর আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট প্রস্তুত করাসহ সব অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন তিনটিতে কমানোর গেজেটকে ‘অবৈধ’ ঘোষণা করেছে আপিল বিভাগ। রায়ের পর কমিশন আগের মতো চার আসনই বহাল রেখে নতুন করে ৩০০ আসনের গেজেট জারি করেছে। একইভাবে গাজীপুরেও আগের পাঁচটি আসন বহাল থাকবে।

ইসি তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :