নাটোরে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ফজলে রাব্বীর থানায় অভিযোগ
- আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 51
নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মোঃ ফজলে রাব্বী।
রবিবার (২০ অক্টোবর) তিনি নাটোরের নলডাঙ্গা থানায় এই অভিযোগ দায়ের করেন। মোঃ ফজলে রাব্বী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সম্পাদিত দৈনিক জনদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক কালবেলা-এর প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ এক দশক ধরে তিনি সাংবাদিকতা ও পরিবেশ-সংরক্ষণে কাজ করছেন। ২০২৫ সালে বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কার লাভ করেন।

সম্প্রতি তিনি বন্যপ্রাণী উদ্ধার, মাদক, জনভোগান্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমিদস্যুতা ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনের জেরে একটি প্রভাবশালী চক্র তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার পাঁয়তারা করছে।
ফজলে রাব্বী জানান, “একটি হাইব্রিড সিন্ডিকেট আমার সামাজিক মর্যাদা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন, “এই সিন্ডিকেট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে এক ধরনের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। বিষয়টি আমি সিনিয়র সহকর্মী ও প্রশাসনের উচ্চপর্যায়ে জানিয়েছি।”
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

















