বাংলাদেশ ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 88

ছবি: কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

নাটোর জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫’।

Insaf World Banner 1

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন।

বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নবাব সিরাজ উদ্‌দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা।

Insaf World Banner 2

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, “সময় ও জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকরা যেন এসব প্রযুক্তি গ্রহণে আরও আগ্রহী হয়, সে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সংরক্ষণ ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর জেলা পুলিশ সর্বদা কৃষকদের পাশে থাকবে।

উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নাটোর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তাঁরা কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উদ্ভাবন, পুষ্টি উন্নয়ন ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী এ মেলায় কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা, জৈব সার ব্যবহার, আধুনিক সবজি চাষ, ফল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নানা স্টল বসানো হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ মেলার মাধ্যমে কৃষক সমাজ নতুন প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন হবে এবং পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রগতি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাটোরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

নাটোর জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫’।

Insaf World Banner 1

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন।

বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নবাব সিরাজ উদ্‌দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা।

Insaf World Banner 2

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, “সময় ও জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকরা যেন এসব প্রযুক্তি গ্রহণে আরও আগ্রহী হয়, সে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সংরক্ষণ ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর জেলা পুলিশ সর্বদা কৃষকদের পাশে থাকবে।

উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নাটোর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তাঁরা কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উদ্ভাবন, পুষ্টি উন্নয়ন ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী এ মেলায় কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা, জৈব সার ব্যবহার, আধুনিক সবজি চাষ, ফল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নানা স্টল বসানো হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ মেলার মাধ্যমে কৃষক সমাজ নতুন প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন হবে এবং পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রগতি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন :