নাটোরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 51
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে পালিত হয়েছে নাটোরে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের জজকোর্ট এলাকা থেকে উপ-আঞ্চলিক কেন্দ্র নাটোরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক অফিসে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার, সেকশন অফিসার গোলাম মোস্তফা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক ঝরে পড়া শিক্ষার্থীর জীবনে নতুন আলো জ্বালিয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভের মাধ্যমে তারা সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করছে এবং জীবনমান উন্নত করছে।


















