সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়: কালাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মো: সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 71
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামিমা আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সমবায় কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব। দেশের উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠান শেষে সফল সমবায়ী সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

















