নাটোরের ৪ আসনে ধানের শীষের মনোনয়ন দৌড়ে ১১ জন: ডাক পেলেন তারেক রহমানের
- আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 123
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বনলতা সেনখ্যাত নাটোরের ৪টি আসন থেকে ধানের শীষের প্রার্থী মনোনয়নের জন্য ১১ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাক পেয়েছেন। আজ গুলশান অফিসে তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
আসনভিত্তিক মনোনয়ন প্রত্যাশীরা:

নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া): এ আসন থেকে ডাক পেয়েছেন ৩ জন। তারা হলেন:
- সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির সদস্য ফারজানা শারমিন পুতুল।
- ডঃ ইয়াসির আরশাদ রাজন।
- তাইফুল ইসলাম টিপু।
নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা): এ আসনে ডাক পেয়েছেন ৩ জন। তারা হলেন:
- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
- আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব, নাটোর জেলা বিএনপি।
- আবুল কাসেম, সদস্য, জেলা বিএনপি নাটোর।
নাটোর-৩ (সিংড়া): এ আসন থেকে ডাক পেয়েছেন ৩ জন। তারা হলেন:
- অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু।
- দাউদার মাহমুদ।
- ব্যারিস্টার মোঃ ইউসুফ আলী।
নাটোর-৪ (বড়াইগ্রাম – গুরুদাসপুর): এ আসন থেকে ডাক পেয়েছেন ২ জন। তারা হলেন:
- আব্দুল আজিজ।
- ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রন্জু।
আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসন থেকে মোট ১১ জন মনোনয়ন বাছাইয়ের জন্য তারেক রহমানের ফোন পেয়েছেন। সাক্ষাৎকার শেষে এদের মধ্য থেকে কে কে হচ্ছেন নাটোরের ৪টি আসনের ধানের শীষের প্রার্থী, এই অপেক্ষায় আছেন নাটোরের ৪টি আসনের ভোটার ও সমর্থকবৃন্দ। খুব শীঘ্রই এই প্রতীক্ষার সুখবর পাবেন নাটোরবাসি।

















