বাংলাদেশ ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজে

অধ্যক্ষের অপসারণের দাবিতে উত্তপ্ত আন্দোলন

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 260

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের অপসারণের দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ ও তার কক্ষে তালা লাগানোসহ উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, যদি শনিবারের মধ্যে তাকে অপসারণ করা না হয়, তাহলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

Insaf World Banner 1

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে

“নিপীড়নবিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজ” ব্যানারে এই আলটিমেটাম দেওয়া হয়। এর আগে সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে অধ্যক্ষের কক্ষে তালা লাগানো হয় এবং একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

অধ্যক্ষের অপসারণের দাবিতে উত্তপ্ত আন্দোলন
ছবি: রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল

দুপুর ১২টার দিকে

“নিপীড়নবিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজ” এর ব্যানারে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Insaf World Banner 2

সমাবেশে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম, শিক্ষার্থী নিয়াজ শরীফ, নাজমুল সাদাকত তানজিল, ফাতেমা আজাদসহ অনেকে।

অধ্যাপক ডা. শরিফুল ইসলাম জানান

“যদি শনিবারের মধ্যে অধ্যক্ষের অপসারণ না করা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে।” সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান বিগত সরকারের সুবিধাভোগী এবং ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক ছিলেন। তাকে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

অধ্যক্ষের কক্ষে তালাবদ্ধ ব্যানারে লেখা হয়, “শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের এই ক্যাম্পাসে জায়গা হবে না।”

অভিযোগের বিষয়ে ডা. মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, “বিগত সরকারের সময়ে আমি উপাধ্যক্ষ থাকলেও আমাকে বঞ্চিত করা হয়। এখন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের বিষয়ে আমি যথাযথ সহযোগিতা করেছি, এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”

উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা একটি চিঠির মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে বদলি করা হয়। একই চিঠিতে উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজে

অধ্যক্ষের অপসারণের দাবিতে উত্তপ্ত আন্দোলন

আপডেট সময় : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের অপসারণের দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ ও তার কক্ষে তালা লাগানোসহ উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, যদি শনিবারের মধ্যে তাকে অপসারণ করা না হয়, তাহলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

Insaf World Banner 1

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে

“নিপীড়নবিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজ” ব্যানারে এই আলটিমেটাম দেওয়া হয়। এর আগে সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে অধ্যক্ষের কক্ষে তালা লাগানো হয় এবং একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

অধ্যক্ষের অপসারণের দাবিতে উত্তপ্ত আন্দোলন
ছবি: রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল

দুপুর ১২টার দিকে

“নিপীড়নবিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজ” এর ব্যানারে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Insaf World Banner 2

সমাবেশে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম, শিক্ষার্থী নিয়াজ শরীফ, নাজমুল সাদাকত তানজিল, ফাতেমা আজাদসহ অনেকে।

অধ্যাপক ডা. শরিফুল ইসলাম জানান

“যদি শনিবারের মধ্যে অধ্যক্ষের অপসারণ না করা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে।” সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান বিগত সরকারের সুবিধাভোগী এবং ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক ছিলেন। তাকে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

অধ্যক্ষের কক্ষে তালাবদ্ধ ব্যানারে লেখা হয়, “শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের এই ক্যাম্পাসে জায়গা হবে না।”

অভিযোগের বিষয়ে ডা. মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, “বিগত সরকারের সময়ে আমি উপাধ্যক্ষ থাকলেও আমাকে বঞ্চিত করা হয়। এখন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের বিষয়ে আমি যথাযথ সহযোগিতা করেছি, এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”

উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা একটি চিঠির মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে বদলি করা হয়। একই চিঠিতে উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :