গত বছরের তুলনায় এবার হজ খরচ কমছে: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / 214
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আসন্ন হজে দুই ধরনের প্যাকেজ থাকবে, যার মধ্যে প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে এবং দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় খরচ কমানো হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা এ তথ্য দেন। তিনি জানান, হজের খরচে তিনটি প্রধান অংশ রয়েছে: বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকা খরচ, এবং সৌদি সরকারের নির্ধারিত অর্থ। তবে কতটুকু খরচ কমানো হবে, সে বিষয়ে বিস্তারিত বুধবার জানানো হবে।
ড. খালিদ হোসেন আরও বলেন, সরকারি অর্থায়নে কেউ বিনামূল্যে হজ করতে পারবেন না। শুধুমাত্র হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাই সুযোগ পাবেন। অনেকের সামর্থ্য থাকলেও হজ পালনে আগ্রহী নন, তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে হজে উৎসাহিত করতে হবে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, এবং দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লামা শামসুল হুদা খান উপস্থিত ছিলেন।
















