২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অঙ্গীকার বিএনপি নেতার
জাতীয় সবুজ মিশন ঘোষণা করলেন তারেক রহমান
- আপডেট সময় : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 140
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি দেশের পরিবেশ পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগের ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব—২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকাজ আধুনিকীকরণ করব, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করব এবং আমাদের যুবসমাজের জন্য সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করব।”
তিনি আরও বলেন, “আমরা ঢাকা-কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করে আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব, যাতে প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়।”

জাতীয় সবুজ মিশনের মূল লক্ষ্য হচ্ছে দেশের পরিবেশ পুনর্জাগরণ, টেকসই শহরায়ণ ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলা। তারেক রহমান তার পোস্টে জোর দিয়ে বলেন, “একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই এমন একটি বাড়ি প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত। টেকসই উন্নয়ন ছাড়া আমরা একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারব না।”
বিশ্ব বাসস্থান দিবস উপলক্ষে তিনি বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে জাতীয় রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন ২৯ নম্বর দফা—‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা’ এবং ৩১ নম্বর দফা—‘পরিকল্পিত ও সুষম নগরায়ণ এবং বিকেন্দ্রীকরণ’।
তারেক রহমান অঙ্গীকার করেন, বিএনপি সরকার জনগণের আবাসস্থল ও ভবিষ্যৎ রক্ষা করবে এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করবে।
এদিকে, প্রায় দুই দশক পর তারেক রহমান প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলা জানিয়েছে, এই সাক্ষাৎকারে তিনি নির্বাচন, জাতীয় রাজনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। দুই পর্বে সাজানো সাক্ষাৎকারটি সোমবার (৬ অক্টোবর) ও মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচার করা হবে।












