ফরিদপুরে ভলান্টিয়ারি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত
পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 333
পহেলা মার্চ ২০২৫, শনিবার বিকাল ৫টায় ফরিদপুরে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রুমে এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভলান্টিয়ারি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ভিএফডব্লিএ) পরিচালিত এ স্বাস্থ্য কেন্দ্রটি সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান এবং সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক এ কে এম জিয়াউর রহমান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভিএফডব্লিউএ নির্বাহী কমিটির সদস্য ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রশাসন প্রকৌশলী ইমরান হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সংগঠক, ভিএফডব্লিউএ’র সুযোগ্য সভাপতি, পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা, বাইতুল নূর তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফরিদ রিয়েল স্টেট-এর স্বত্বাধিকারী ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি জনাব ওমর আলী খান।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা দেলোয়ার হোসেন ঝিলু, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাতীয়তাবাদী কৃষক দলের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ভিএফডব্লিউএফএ’র সহ-সভাপতি ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জনসংযোগ সাজ্জাদ আহমেদ, ভিএফডব্লিউএফএ’র সাধারণ সম্পাদক ফরিদা বেগম, কোষাধ্যক্ষ নাসরিন আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারাহ দিবা।
এছাড়াও উপস্থিত ছিলেন পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (ক্লিনিক) ডাঃ পিয়াংকা হালদার, পরিচালক রাকিবুল হাসান রনি, পরিচালক ফজলে এলাহী আরিফ, শেয়ারহোল্ডারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্ত
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রব। এরপর সভাপতি এ কে এম জিয়াউর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এরপর ভিএফডব্লিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ফারাহ দিবা, সাধারণ সম্পাদক ফরিদা বেগম ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্য দেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু ভিএফডব্লিউএ’র প্রাক্তন নেতৃবৃন্দের অবদান স্মরণ করেন এবং পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উদ্বোধক ওমর আলী খান স্বাস্থ্য কেন্দ্রের সফলতা কামনা করে সহযোগিতার আশ্বাস দেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
দোয়া ও সমাপ্তি
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা দেলোয়ার হোসেন ঝিলু পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
আরো পড়ুন

















