আশাবাদী ড. ইউনূস: গ্যালারিতে বসে নয়, এবার আমরা খেলব নিজেরাই
- আপডেট সময় : ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 75
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এক বিশেষ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “গ্যালারিতে বসে খেলা দেখার সময় শেষ, এবার আমরা নিজেরাই খেলব।”
নিউইয়র্কের হোটেল মেরিয়টে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রবাসীদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, দেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও অভিন্ন বার্তা দেন—রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির প্রশ্নে সবাই একসঙ্গে কাজ করবেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। তিনি প্রতিশ্রুতি দেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
এছাড়া তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ অনুসন্ধানের গুরুত্বের কথা তুলে ধরেন। তরুণ জনশক্তিকে কাজে লাগাতে বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘শুভেচ্ছা’ উদ্বোধন করেন, যা প্রবাসীদের জন্য বিনিয়োগের সুযোগ, নির্দেশনা ও প্রয়োজনীয় সেবার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ আয়োজন ছিল প্রবাসীদের অভিজ্ঞতা, মতামত ও উদ্বেগ ভাগ করে নেওয়ার পাশাপাশি নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি সংলাপের এক গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন সেশন ও আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনায় যুক্ত হওয়ার পথ খুঁজে পান।












