ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৯
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 260
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে, যখন ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন এবং ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসগুলো উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
















