দুর্গাপূজায় ২,৮৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার
৪৩০ প্লাটুন বিজিবি সারাদেশে মোতায়েন
- আপডেট সময় : ১১:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 78
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৪৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এবারের পূজায় মোট ২,৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় মোট ১,৪১১টি পূজামণ্ডপ এবং সীমান্তের বাইরের এলাকায় ১,৪৪৬টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। এর পাশাপাশি সারাদেশে অস্থায়ীভাবে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ নগর এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। শুধু সীমান্তবর্তী অঞ্চলেই নয়, ঢাকার আশপাশের নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের শূন্যতা থাকবে না। সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যাতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
















