সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ রোববার
- আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / 204
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনারও মনোনীত হয়েছেন। নবনিযুক্ত সিইসিসহ কমিশনাররা আগামী রোববার (২৪ নভেম্বর) শপথ নেবেন।
ওইদিন দুপুর দেড়টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পাঠ করাবেন।
এর আগে ২১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ এম এম নাসির উদ্দীনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি আরও একটি প্রজ্ঞাপনে চার নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা
নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন:
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ
অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্মদ
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ
ইসি গঠনে সার্চ কমিটির ভূমিকা
গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠনের জন্য ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম
সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম২০ নভেম্বর সন্ধ্যায় সার্চ কমিটি প্রস্তাবিত ১০ নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে। এর মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়।
নতুন কমিশনের শপথ অনুষ্ঠান
রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ জনগণের জন্য একটি বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।












