ফুলবাড়ীতে মাদক নির্মূল অভিযানে প্রশংসিত নবাগত ওসি খন্দকার মুহিব্বুল
- আপডেট সময় : ০৭:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 282
দিনাজপুরের ফুলবাড়ী থানায় মাদক নির্মূল অভিযানে সাফল্যের ধারাবাহিকতায় থানার নবাগত ওসি মো. খন্দকার মুহিব্বুল ইসলাম সম্প্রতি প্রশংসিত হচ্ছেন। থানার অধীনে ধারাবাহিক অভিযানে চোলাই মদ, গাঁজা এবং অফিসার চয়েজসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে বেশ কয়েকজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মুহিব্বুল স্থানীয়দের সহযোগিতায় এবং সততার সঙ্গে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছেন। ২৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওসি মুহিব্বুল ও তার সঙ্গীফোর্সের পরিচালিত অভিযানে ১১০ লিটার চোলাই মদ, ৩ বোতল অফিসার চয়েজ এবং এক পোটলা গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।
এদের মধ্যে রয়েছেন কাজিহাল ইউনিয়নের পুকুরি আদিবাসীপাড়ার মিনতি মার্ডি (৫২), লালপাড়া গ্রামের মুকুল মুর্মূ (২৭), বলিভদ্রপুরের ফয়সাল হোসেন (৪৬), রাঙ্গামাটি বলিহরপুরের আকালু রায় (৪৮), এবং দক্ষিন ভেড়ম গ্রামের ইউনুস আলী (২৫)। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া মাদক সেবনের দায়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়, ৯ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং ৭ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এক ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ওয়ারেন্টের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম জানান
ফুলবাড়ীকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে এবং তিনি সকল নাগরিকদের মাদক ও অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশের সাথে সহযোগিতার আহ্বান জানান। ওসি মুহিব্বুলের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
















