আওয়ামীপন্থিদের আচরণ নিয়ে তারেক রহমানের তীব্র সমালোচনা
- আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 267
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের আচরণ ‘শিষ্টাচারবর্হিভূত ও উদ্ধত’। তারেক রহমান এ ঘটনাকে দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে ড. আসিফ নজরুলের সঙ্গে জেনেভা বিমানবন্দরে কতিপয় আওয়ামীপন্থি দুস্কৃতিকারী অশোভন আচরণ করেন, যা দেশের জন্য অমর্যাদাকর।
তারেক রহমান আরও বলেন, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী ফ্যাসিবাদের হিংস্র রূপ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও গণতান্ত্রিক শক্তির ওপর সুযোগ পেলেই আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে তাদের এই আচরণ প্রমাণ করে, তারা এখনও বিশৃঙ্খলা, হানাহানি, এবং বিভাজন তৈরি করতে সচেষ্ট।
তারেক রহমান বলেন, গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের দীর্ঘদিনের বৈশিষ্ট্য। তিনি অভিযোগ করেন, দেশে ও প্রবাসে আওয়ামীপন্থিরা শেখ হাসিনার দুঃশাসনের চর্চা করে যাচ্ছেন। তারেক রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক পরিসরে এমন কুচক্রীদের বিচারের আওতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

















