গণভবনের স্মৃতি জাদুঘরে নাফিজের স্মৃতি: দেহ বহনকারী রিকশাটি
- আপডেট সময় : ০৭:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 258
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি এখন গণভবনের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত থাকবে। তার নিথর দেহটি বহন করার সেই ছবি মানুষের হৃদয় স্পর্শ করেছে, এবং রিকশাটি একটি স্মৃতিচিহ্ন হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবনে রিকশাটি দেখতে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে “নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু” শীর্ষক সংবাদ প্রকাশিত হলে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিকভাবে রিকশা ও চালককে খুঁজে বের করার নির্দেশ দেন। পরে জানা যায়, রিকশাচালক নূর মোহাম্মদ রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন। আহসানুল কবীর রিকশাটি স্মৃতি জাদুঘরে দান করার ইচ্ছা প্রকাশ করলে বৃহস্পতিবার সেটি আনুষ্ঠানিকভাবে জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ফার্মগেটের পথচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাফিজ গুলিবিদ্ধ হন। পুলিশ তাকে রিকশায় তুললেও শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পর তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার দেহ বহনকারী রিকশার সেই ছবি সারা বাংলাদেশকে কাঁদিয়েছে।
















