বাংলাদেশ ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

চরভদ্রাসনে ইজিবাইকে স্বর্ণের চেইন চুরির সময় ৫ নারী আটক

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি):
  • আপডেট সময় : ১১:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 99

ছবি: চরভদ্রাসন থানা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

ফরিদপুরের চরভদ্রাসনে ইজিবাইকে যাত্রীবেশে এক নারী যাত্রীর স্বর্ণের চেইন চুরির সময় ৫ নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বেপারীর দোকান ও শীল ডাঙ্গী মোড়ের মধ্যবর্তী ফাঁকা রাস্তায় ঘটনাটি ঘটে।

Insaf World Banner 1

আটককৃতদের কাছ থেকে ভুক্তভোগীর চুরি হওয়া ৪ আনা ৫ রতি ৭ পয়েন্ট ওজনের (আনুমানিক মূল্য ৫৩,৫০০ টাকা) স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী পিয়ারা বেগম (৫৫) জানান, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মৌলভীরচর বাজার থেকে যাত্রীবেশে পাঁচ নারী একই ইজিবাইকে ওঠে তার পাশে বসেন। পরে ফাঁকা রাস্তায় পৌঁছালে তহুরা (৩৫) নামের এক নারী তার গলা থেকে চেইন ছিঁড়ে পালানোর চেষ্টা করে। পিয়ারা বেগম টের পেয়ে তহুরার হাত ধরে ফেলেন এবং চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে পাঁচজনকেই আটক করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

Insaf World Banner 2

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরের তহুরা (৩৫), শিখা ওরফে শিফা (৩০), পুতুল বেগম (৪০), তাছলিমা আক্তার (২৫) ও হবিগঞ্জের আকলিমা আক্তার (২৫)।

গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং জনতার সহায়তায় পাঁচ নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোজিউল্লাহ খান বলেন, “ভুক্তভোগী পেয়ারা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত পাঁচ নারী থানা হেফাজতে আছেন। মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

চরভদ্রাসনে ইজিবাইকে স্বর্ণের চেইন চুরির সময় ৫ নারী আটক

আপডেট সময় : ১১:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

ফরিদপুরের চরভদ্রাসনে ইজিবাইকে যাত্রীবেশে এক নারী যাত্রীর স্বর্ণের চেইন চুরির সময় ৫ নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বেপারীর দোকান ও শীল ডাঙ্গী মোড়ের মধ্যবর্তী ফাঁকা রাস্তায় ঘটনাটি ঘটে।

Insaf World Banner 1

আটককৃতদের কাছ থেকে ভুক্তভোগীর চুরি হওয়া ৪ আনা ৫ রতি ৭ পয়েন্ট ওজনের (আনুমানিক মূল্য ৫৩,৫০০ টাকা) স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী পিয়ারা বেগম (৫৫) জানান, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মৌলভীরচর বাজার থেকে যাত্রীবেশে পাঁচ নারী একই ইজিবাইকে ওঠে তার পাশে বসেন। পরে ফাঁকা রাস্তায় পৌঁছালে তহুরা (৩৫) নামের এক নারী তার গলা থেকে চেইন ছিঁড়ে পালানোর চেষ্টা করে। পিয়ারা বেগম টের পেয়ে তহুরার হাত ধরে ফেলেন এবং চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে পাঁচজনকেই আটক করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

Insaf World Banner 2

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরের তহুরা (৩৫), শিখা ওরফে শিফা (৩০), পুতুল বেগম (৪০), তাছলিমা আক্তার (২৫) ও হবিগঞ্জের আকলিমা আক্তার (২৫)।

গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং জনতার সহায়তায় পাঁচ নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোজিউল্লাহ খান বলেন, “ভুক্তভোগী পেয়ারা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত পাঁচ নারী থানা হেফাজতে আছেন। মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন :