চরফ্যাশনে বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 27
ভোলা জেলার চরফ্যাশনে ইঁদুর দমনের জন্য ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছে নবম শ্রেণির দুই স্কুলছাত্র জোবায়েদ ইসলাম ও জিহান। সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়েদ ওমরপুরের ওমানপ্রবাসী মোহাম্মদ রিয়াজের ছেলে এবং আলিগাঁও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অন্যদিকে, জিহান একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরিদের ছেলে এবং চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে প্রাইভেট পড়া শেষে পাঁচ সহপাঠী একসঙ্গে বাড়ি ফিরছিল। পথে দুষ্টামি করতে গিয়ে জোবায়েদ ও জিহান দৌড়াতে দৌড়াতে জাহাঙ্গীর মহাজনের ধানক্ষেতে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তারা দুজনই মারাত্মকভাবে আহত হয়। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ইশতিয়াক আহমেদ জানান, দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার জানায়, ঘটনাস্থলে কোনো সতর্কবার্তা বা চিহ্ন ছিল না, যা থাকলে দুর্ঘটনা এড়ানো যেত।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কৃষিক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতা একটি ভয়াবহ অপরাধ। প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের বিপজ্জনক পদ্ধতি এখনও ব্যবহার হচ্ছে। ঘটনাস্থলের জমির মালিক জাহাঙ্গীর মহাজনকে ঘটনার পর থেকে পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর এমন দুর্ঘটনা না ঘটে।


















