শাহবাগে গুমবিরোধী প্রতিবাদ, ইসকন নিষিদ্ধের দাবি
- আপডেট সময় : ০৮:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 13
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগে গুমবিরোধী এক সংবাদ সম্মেলনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নির্বাহী আদেশে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে উদ্বিগ্ন নাগরিকসমাজের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গুমের ঘটনায় উদ্বেগ
বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)-এর ব্যানারে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. নুর নবী। তিনি বলেন, “দেশে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসছে, যা গভীর উদ্বেগের বিষয়।”
হাসিনুর রহমানের বক্তব্য
সম্মেলনের প্রধান অতিথি দুইবার গুমের শিকার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক বলেন, “ইসকনের বিরুদ্ধে গুমের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। যদি তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধ করা উচিত।” তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাহী আদেশে ইসকনকে নিষিদ্ধ করতে পারেন। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদক্ষেপের আহ্বান
গুমের ভুক্তভোগী হাসিনুর রহমান আরও বলেন, “আগস্ট বিপ্লবের পরও গুম চলতে থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।”
গুমের সাম্প্রতিক ঘটনা
লিখিত বক্তব্যে প্রকৌশলী নুর নবী বলেন, “সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কে এম মামুনুর রশিদ এবং টঙ্গীর মুফতি মুহিবুল্লাহ মাদানীর গুমের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
তিনি যোগ করেন, “স্বাধীন দেশে কোনো নাগরিক গুমের শিকার হবেন না—এই নিশ্চয়তা দিতে হবে।”
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিটির সদস্য রায়হান চৌধুরী, প্রকৌশলী আলমগীর হোসেন, জাফর আহমেদ, প্রকৌশলী মুহিবুর রহমান, মো. মোরশেদ আলম ও মাওলানা কামাল উদ্দিনসহ আরও অনেকে।




























