নাটোরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যারিস্টার আবু হেনার লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 95
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় আহমেদপুর বাজারে এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল।
গণসংযোগ চলাকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে বলেন,
“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার। ধানের শীষই পরিবর্তনের প্রতীক।”

এ সময় স্থানীয় নেতা-কর্মীরা আহমেদপুর বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আহমেদপুরের রঞ্জু ভাই শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ধানের শীষে ভোট দিন, পরিবর্তনের স্রোতে যোগ দিন।”
গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের ব্যাপক সাড়া দেখা যায়।















