ইসলামী বইমেলায় বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন
ট্রান্সজেন্ডারিজম মানবতার জন্য বড় ফিতনা: ধর্ম উপদেষ্টা”
- আপডেট সময় : ১১:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 105
ট্রান্সজেন্ডারিজমকে আধুনিক যুগের বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একজন পুরুষ শারীরিকভাবে পুরুষই থাকবে, কণ্ঠ পরিবর্তন বা বাহ্যিক সাজসজ্জার মাধ্যমে কখনো নারী হতে পারবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে আয়োজিত ইসলামী বইমেলায় প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বস্তুবাদ, উদারতাবাদ, মানবতাবাদ, সেক্যুলারিজম—এগুলো দেখতে সুন্দর হলেও এর ভেতরে রয়েছে নানা সাংঘর্ষিক বিষয়। মুক্তচিন্তার নামে যদি কেউ আল্লাহ ও আখিরাতকে অস্বীকার করে, তবে তা ইসলামের মূলনীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ ও বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বইটিতে উপস্থাপন করা হয়েছে।
ড. খালিদ হোসেন বলেন, মানব সভ্যতার অগ্রযাত্রায় গবেষণার ভূমিকা অপরিসীম। গবেষণালব্ধ বই শুধু জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার পথও দেখায়। গবেষণা নতুন দিক উন্মোচন করে, জ্ঞানের ভাণ্ডারকে বিস্তৃত করে এবং জটিল সমস্যার সমাধান খুঁজে দেয়।



























