বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
ছাত্রলীগের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ১২:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 223
(বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রড, চাপাতি, ছুরি, দা, রামদা, বেকিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দাবি, হলের ৩০৫, ৩০৬, ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করতেন। শিক্ষার্থীরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে জমা করা হয়েছিল।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানান, “অবৈধভাবে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য ইতোমধ্যেই নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশ দেওয়ার পর আজ রাতে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

হল প্রশাসনের পদক্ষেপ
প্রভোস্ট আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ছাত্রলীগের সংশ্লিষ্ট রুমগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


















