অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ওপর আস্থায় প্রতারিত হওয়ার অভিযোগ এনসিপি আহ্বায়কের
বিশ্বাসঘাতক উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 103
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ওপর আস্থা রাখার কারণে তিনি প্রতারিত হয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বাস ভঙ্গকারী সেই উপদেষ্টাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিশ্বাস করাটা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে বিশ্বাস করেই আমরা প্রতারিত হয়েছি।”
২৪-এর গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিলেন ছাত্র প্রতিনিধিরা। পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে তরুণদের দল এনসিপির হাল ধরেন। বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন দুইজন সদস্য।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসা ছিল কি ভুল—এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু রাজনৈতিক শক্তি ও অভ্যুত্থানের শক্তি ছাড়া এই সরকার টিকে থাকতো না। প্রথম ছয় মাসে সরকার উৎখাত ও প্রতিবিপ্লবের চেষ্টা চলমান ছিল, এখনও মাঝেমধ্যে আছে।”
তিনি আরও অভিযোগ করেন, অনেক উপদেষ্টা নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন এবং গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। “সময়সীমা এলে তাদের নাম আমরা প্রকাশ করবো,” যোগ করেন নাহিদ ইসলাম।
নাহিদ আরও দাবি করেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। অথচ তাদের নিয়োগকর্তা ছিল সাধারণ মানুষ, যারা আন্দোলনে জীবন দিয়েছে। তিনি বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”


























