বাংলাদেশ ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

সাতক্ষীরা কোরআন প্রতিযোগিতায় ভাদড়া মাদ্রাসার গৌরবময় জয়

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 71

ছবি: কোরআন প্রতিযোগিতায়

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

সাতক্ষীরা জেলার হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরা সদর পশ্চিম আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Insaf World Banner 1

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যেখানে জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্ররা একাধিক গ্রুপে প্রথম স্থানসহ গৌরবময় সাফল্য অর্জন করে মাদ্রাসার মর্যাদা আরও উজ্জ্বল করেছেন।

Insaf World Banner 2

ফলাফল নিম্নরূপ:
০৫ পারা গ্রুপে
এস. এ. মুজাহিদ — প্রথম স্থান
আবিদুর রহমান — দ্বিতীয় স্থান
সানাউল্লাহ — তৃতীয় স্থান
মাসুম বিল্লাহ — পঞ্চম স্থান
ফয়সাল আহমেদ — দশম স্থান
ইউনুস আলী — দ্বাদশ স্থান

১০ পারা গ্রুপে
রাকিবুল ইসলাম — দ্বিতীয় স্থান
তামিম হাসান — চতুর্থ স্থান
ওসমান গনি — ষষ্ঠ স্থান

২০ পারা গ্রুপে
ইয়াসিন সারওয়ার — দ্বিতীয় স্থান
মুত্তাসিম বিল্লাহ — পঞ্চম স্থান
অয়েস কুরুনী — ষষ্ঠ স্থান

৩০ পারা গ্রুপে
শাহিনুর রহমান — প্রথম স্থান
নাহিদ হাসান — তৃতীয় স্থান

সিগারুল হুফফাজ বিভাগে
জাহিদ হাসান — পঞ্চম স্থান

এতগুলো বিভাগে একাধিক পুরস্কার অর্জন করায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

পত্র প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ, আলহাজ্ব আব্দুল মাজেদসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রধান শিক্ষক হাফেজ কারী রুহুল আমিন, সহকারী শিক্ষক হাফেজ কারী আসাদুজ্জামান আসাদ এবং হাফেজ কারী ওয়ালীদ হাসান-এর প্রতি আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেন।

মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এই অসাধারণ সাফল্যে এলাকাবাসী গর্বিত। স্থানীয় অভিভাবক ও ইসলামপ্রেমী মানুষজন এ অর্জনকে “আল্লাহর বিশেষ অনুগ্রহ ও অধ্যবসায়ের ফল” হিসেবে উল্লেখ করেছেন।

ভাদড়া মাদ্রাসার এই বিজয় প্রমাণ করেছে—অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম ও সৎ ইচ্ছা থাকলে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব সারা দেশে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সাতক্ষীরা কোরআন প্রতিযোগিতায় ভাদড়া মাদ্রাসার গৌরবময় জয়

আপডেট সময় : ০৫:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
সংবাদটি শেয়ার করুন :

সাতক্ষীরা জেলার হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরা সদর পশ্চিম আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Insaf World Banner 1

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যেখানে জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্ররা একাধিক গ্রুপে প্রথম স্থানসহ গৌরবময় সাফল্য অর্জন করে মাদ্রাসার মর্যাদা আরও উজ্জ্বল করেছেন।

Insaf World Banner 2

ফলাফল নিম্নরূপ:
০৫ পারা গ্রুপে
এস. এ. মুজাহিদ — প্রথম স্থান
আবিদুর রহমান — দ্বিতীয় স্থান
সানাউল্লাহ — তৃতীয় স্থান
মাসুম বিল্লাহ — পঞ্চম স্থান
ফয়সাল আহমেদ — দশম স্থান
ইউনুস আলী — দ্বাদশ স্থান

১০ পারা গ্রুপে
রাকিবুল ইসলাম — দ্বিতীয় স্থান
তামিম হাসান — চতুর্থ স্থান
ওসমান গনি — ষষ্ঠ স্থান

২০ পারা গ্রুপে
ইয়াসিন সারওয়ার — দ্বিতীয় স্থান
মুত্তাসিম বিল্লাহ — পঞ্চম স্থান
অয়েস কুরুনী — ষষ্ঠ স্থান

৩০ পারা গ্রুপে
শাহিনুর রহমান — প্রথম স্থান
নাহিদ হাসান — তৃতীয় স্থান

সিগারুল হুফফাজ বিভাগে
জাহিদ হাসান — পঞ্চম স্থান

এতগুলো বিভাগে একাধিক পুরস্কার অর্জন করায় ভাদড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

পত্র প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ, আলহাজ্ব আব্দুল মাজেদসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রধান শিক্ষক হাফেজ কারী রুহুল আমিন, সহকারী শিক্ষক হাফেজ কারী আসাদুজ্জামান আসাদ এবং হাফেজ কারী ওয়ালীদ হাসান-এর প্রতি আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেন।

মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এই অসাধারণ সাফল্যে এলাকাবাসী গর্বিত। স্থানীয় অভিভাবক ও ইসলামপ্রেমী মানুষজন এ অর্জনকে “আল্লাহর বিশেষ অনুগ্রহ ও অধ্যবসায়ের ফল” হিসেবে উল্লেখ করেছেন।

ভাদড়া মাদ্রাসার এই বিজয় প্রমাণ করেছে—অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম ও সৎ ইচ্ছা থাকলে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব সারা দেশে।

সংবাদটি শেয়ার করুন :